ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

৩৩ পূর্ণ করলেন বিরাট, আনুষ্কার আবেগঘন পোস্ট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৫ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

৩৩ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। জন্মদিনে স্বামীকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। 

দু'জনের একটি মিষ্টি ছবি পোস্ট করে সঙ্গে লিখেছেন আবেগঘন ক্যাপশনও।

ক্যাপশনটি ছিল এমন- "এই ছবি এবং তোমার জীবন যাপনের ধরনে কোনও ফিল্টারের প্রয়োজন নেই। তুমি অন্তর থেকে সৎ এবং ইস্পাতের মতো সাহস। এমন সাহস যা সন্দেহকে এক নিমেষে ফিকে করে দেয়। তোমার মতো অন্ধকার থেকে নিজেকে টেনে বের করতে পারে এমন আর কাউকে আমি চিনি না। তুমি নির্ভয়, নিজের মধ্যে কোনও কিছু সারাজীবন চেপে রাখো না, তাই তুমি বেশি উন্নতি করতে পারো। আমি জানি আমরা সোশ্যাল মিডিয়ায় একে অন্যের সঙ্গে কথা বলার লোক নই, কিন্তু কখনও কখনও আমার ইচ্ছে করে চিৎকার করে গোটা পৃথিবীকে বলি যে তুমি কতটা দুর্দান্ত একজন মানুষ এবং যাঁরা তোমাকে কাছ থেকে চেনে তাঁরা কতটা সৌভাগ্যবান। সবকিছু উজ্জ্বলতর ও সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, শুভ জন্মদিন কিউটনেস!"

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি