ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

যৌন আবেদনে বিশ্বসেরা পঞ্চাশোর্ধ পুরুষ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ১২ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

যৌন আবেদনে বিশ্বসেরা হলেন ৫২ বছর বয়সী হলিউড তারকা পল রুড। বয়স যে কেবলই একটা সংখ্যা এর মধ্যদিয়ে তাই যেন আবারও প্রমাণ হল। 

আমেরিকার পিপল ম্যাগাজিনে এই খবর প্রকাশিত হয়। ম্যাগাজিনের প্রচ্ছদে পলের ছবি ছাপিয়ে তার পাশে লেখা হয়েছে ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’। 

২০২১ সালের সমীক্ষার ভিত্তিতেই নাকি পলকে এই শিরোপা দেওয়া হয়েছে। এর আগে জন লেজেন্ড, ডোয়েন জনসন, ডেভিড বেকহ্যাম, ক্রিস হেমসওয়ার্থ, ইদ্রিস এলবা, চান্নিং টাটুম, অ্যাডাম লিভিনের মতো তারকারা এই শিরোপা পেয়েছেন। 

পল মনে করেন, তার এই শিরোপা পাওয়ার খবরে অনেকেই অবাক হবেন। কারণ হলিউডের ‘চকোলেট হিরো’ হিসেবেই এতদিন পরিচিতি ছিলেন তিনি।

খবরটি শুনে নাকি হতবাক হয়ে গিয়েছিলেন পলের স্ত্রীও। হাসিতে লুটিয়েও পড়েছিলেন তিনি। পরে অবশ্য স্বামীর প্রশংসা করতে ভোলেননি। 

৫২ বছরের পল রুড নব্বইয়ের দশকে ‘ক্লুলেস’ সিনেমার মাধ্যমে সিনেমা জগতে ক্যারিয়ার শুরু করেন। 
এরপর ‘দিস ইজ ৪০’, ‘নকড আপ’ এর মতো বেশকিছু সিনেমা করেছেন তিনি। 

আর ‘অ্যান্টম্যান’ হিসেবে সারাবিশ্বের দর্শকের কাছে তার আলাদা পরিচয় তো আছেই। 

তবে সে যাই হোক, এই বয়সে এসে বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষের তকমা পাবেন তা নাকি ভেবেই উঠতে পারেননি পল। 

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশংসা করলেও কেউ আবার মানতে পারেননি এমন খবর। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এমএম/এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি