ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

চোখে চশমা, ক্লাস এইটের ছবি দিলেন টালি-নায়ক, বলুন তো কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নিজেদের ছোটবেলার ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন অভিনেতারা। অনেকসময় তা দেখে হতবাক হয়ে যান তাদের সহ-অভিনেতারাও! ফারাক চোখে পড়ার মতো হয়! যেমন ছবি দেখে পারলেন এই টালি অভিনেতাকে চিনে নিতে?

ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন টালিপাড়ার এই তারকা নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আমার মনে হয় ক্লাস এইট… নিশ্চিত নই যদিও’। আর সেই ছবিতে নিজের বিষ্ময় প্রকাশ করে গৌরব চট্টোপাধ্যায়ের কমেন্ট সবার আগে চোখে পড়েছে! উত্তম কুমারের নাতি লিখেছেন, ‘এটা কে?’

ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কুশ হাজরা। স্কুলের পোশাকে তোলা হয়েছে ছবিটি। ছোটবেলায় বেশ রোগা ছিলেন অঙ্কুশ। চশমা পরে, একটা পা গ্রিলের উপর তুলে বেশ ‘নায়ক-নায়ক’ কায়দাতেই ছবির জন্য পোজ দিয়েছেন তিনি।

কাজের সূত্রে ২০২১ সালে ‘ম্যাজিক’ আর ‘এফআইআর’ মুক্তি পেয়েছে তার। ম্যাজিকেই প্রথমবার প্রেমিকা ঐন্দ্রিলার সাথে তাকে বড় পরদায় দখা গিয়েছিল। আর এফআইআর-এ অঙ্কুশ কাজ করেছেন ঋতাভরীর সাথে। ২০২২ সালে কথা রয়েছে ‘লাভ ম্যারেজ’ আর ‘মন খারাপ’ মুক্তির। 

প্রসঙ্গত, ২০১০ সালে 'কেল্লাফতে' দিয়ে অভিনয়ে পা রাখেন অঙ্কুশ হাজরা। এরপর ‘জামাই ৪২০’, ‘কেলোর কীর্তি’, ‘জুলফিকর’, ‘বলো দুগ্গা মাই কী’র মতো সিনেমায় অভিনয় করেছেন। রিয়েলিটি শো-র সঞ্চালক হিসেবেও দেখা গিয়েছে তাকে। টালিপাড়ার খবর দীর্ঘদিনের বান্ধবী ঐন্দ্রিলার সাথে চলতি বছরেই গাঁটছড়া বাঁধতে পারেন তিনি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি