ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

টাইগার দত্তক নিয়েছে টাইগ্রিসকে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ২ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

এক সময় বলিউডে তেমন ফিট নায়ক ছিলোনা। তবে এখন ব্যাপারটি আর এমন নেই। বর্তমানে নায়ক ভালো হতে অভিনয়ের সাথে ফিটনেসের প্রতিযোগিতাও তুমুলে। আর সেদিক দিয়ে এখন বলিউডের সবচেয়ে ফিট অভিনেতাদের তালিকায় একদম উপরের সারিতে আসবে টাইগার শ্রফের নাম। 

অভিনয় দক্ষতা নিয়ে কিছু চর্চা থাকলেও ফিটনেসের মামলায় সুপারহিট জ্যাকি পুত্র। ২ মার্চ ৩১তম জন্মদিন সেলিব্রেট করছেন অভিনেতা।

বলিউডে সবাই টাইগার শ্রফ নামে চিনলেও আসলে তার নাম এটি নয়। যা অনেকেরই হয়তো অজানা।

জন্মের পর বাবা-মা আদর করে ছেলের নাম রেখেছিল জয় হেমন্ত শ্রফ। স্কুলজীবনেও এই নামেই পরিচিত ছিলেন টাইগার। কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে নিজের নাম পালটে ফেলেন এই তারকা পুত্র।

আর এই গোপন তথ্য তিনি নিজেই ফাঁস করেন এক পুরোনো সাক্ষাত্কারে।

২০১৪ সালের মে মাসে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে অভিনেতা জানান, টাইগার নামটা তার মাথায় আসে যখন থেকে আশেপাশের সকলে আমার তুলনা করত বাঘের সঙ্গে, আমি সবাইকে কামড়ে দিতাম ছোটবেলায়'। 

তিনি আরো বলেন, ‘স্কুলজীবনে আমি এক শিক্ষককে পর্যন্ত কামড়ে দিয়েছিলাম, এর জন্য কপালে কড়া শাস্তিও জুটেছিল’।

এই নাম গ্রহণ করবার পর বন্যপ্রাণীদের জন্য কিছু করবার জন্যও অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে লি নামের এক বাঘিনীকে দত্তক নিয়েছেন টাইগার। নাগপুরের মহারাজবাগ চিড়িয়াখানার ওই বাঘিনীর সঙ্গে টাইগারের আলাপ হয়েছিল হিরোপন্তির প্রচারের সময়। এবং তারপরই লি-কে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন টাইগার। 

২০১৪ সালে হিরোপন্তি ছবির মধ্য দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন টাইগারের।
 
সূত্রঃ হিন্দুস্থান টাইমস
আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি