ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

‘রাবণে’র পর ‘চেঙ্গিজ’ নিয়ে বড়পর্দায় জিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ৩১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

এই সময় টালিউডে নাম্বার ওয়ান নায়ক বলা হয় জিতকে। তাই তার নতুন কোন সিনেমা মানেই আগ্রহের সঙ্গে অপেক্ষা। সদ্য শেষ হলো ‘রাবণ’  ছবির শুটিং, এপ্রিলেই মুক্তি পেতে পারে জিতের এই ছবি। আর এর মধ্যেই নতুন আরেক ছবির ঘোষণা করলেন জিৎ। ছবির নাম ‘চেঙ্গিজ’!

বুধবার এই ছবিরই মহরত সেরে ফেললেন জিৎ ও তার ছবির গোটা টিম। জানা যায়, জিতের ‘চেঙ্গিজ’ ছবিতে বিপরীতে থাকছেন ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় ও অভিনেতা শতাফ ফিগার। ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন স্বয়ং নায়কই।

জানা গেছে, জিতের এই নতুন ছবির প্রেক্ষাপট নয়ের দশকের কলকাতা। সেই সময়ের শহরের কিছু ঘটনাই ফুটে উঠবে ছবির গল্পে। কলকাতার নানা জায়গাতে শুরু হবে ছবির শুটিং।

তবে শুধু বড়পর্দায় নয়। ছোটপর্দায় নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে জিতের সঞ্চালনা দেখে পঞ্চমুখ তার অনুরাগীরা। তারই মাঝে নতুন এই ছবি ঘোষণা করে রীতিমতো সারপ্রাইজ দিলেন টালিউডের এই সুপারস্টার।

সূত্রঃ সংবাদ প্রতিদিন

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি