ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ব্যান্ড তারকা টমের জীবনের গতি থামলো ৩৩ বছরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৩১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

মাত্র ৩৩ বছর বয়সেই পরপারে পাড়ি দিলেন ব্রিটিশ-আইরিশ ব্যান্ড ‘দ্য ওয়ান্টেড’র অন্যতম সদস্য টম পার্কার।

বিদায় নেওয়ার দু’বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। গত কয়েক মাস ধরেই এই প্রতিভাবান শিল্পী লড়াই চালাচ্ছিলেন জীবনের সঙ্গে।

আর সেই লড়াইয়ে হেরে গিয়ে গতকাল (৩০ মার্চ) পরিবার ও ব্যান্ডের সদস্যদের উপস্থিতিতেই না ফেরার দেশে পাড়ি দেন টম। 

টমের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ব্যান্ডটি। টম রেখে গেছেন তার স্ত্রী কেলসি পার্কার ও দুই সন্তানকে।

শিল্পীর এমন অকাল প্রয়াণে শোকের ছায়া সংগীত দুনিয়ায়। শোকাস্তব্ধ ‘দ্য ওয়ান্টেড’ ব্যান্ডের অনুরাগীরাও।

ব্যান্ডটির বরাতে জানা যায়, ২০২০ সালের অক্টোবরে মাথার সামনের দিকে টিউমার ধরা পড়ে টম পার্কারের।

তখন থেকেই চিকিৎসা চললেও খুব বেশি উন্নতি হয়নি তার। বরং ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি। চলতি বছর শেষবার মঞ্চে তাকে পাওয়া গিয়েছিল। 

২০০৯ সালে তৈরি হয়েছিল ‘দ্য ওয়ান্টেড’ বয়-ব্যান্ড। ‘অল টাইম লো’, ‘গ্ল্যাড ইউ কেম’র শ্রোতানন্দিত গান তাদের সৃষ্টি।

২০১৪ সালে ভেঙে যায় দলটি। তবে ২০২১ সালে ফের একবার ক্যানসার রোগীদের জন্য অর্থ সংগ্রহে একজোট হয় ‘দ্য ওয়ান্টেড’।

সেপ্টেম্বর মাসে লন্ডনে বিখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে কনসার্টও করেন তারা। মাস কয়েক আগের সেই কনসার্টে অংশ নিয়েছিলেন টম পার্কারও।

কনসার্টে টম বলেছিলেন,  “এমন নয় আমি ক্যানসারকে পাত্তা দিচ্ছি না, তবে শুধু ক্যানসারের কথা ভাবলে জীবন আরও তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, আমি সেটা চাই না।”

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি