ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

এক সঙ্গে ফেলুদা-ব্যোমকেশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ৯ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:৪৮, ৯ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

এবার এক সঙ্গে দেখা মিলবে ফেলুদা-ব্যোমকেশ বক্সীর! মানে এক ফ্রেমে সব্যসাচী চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য। এ যেন নতুন চমক। যদিও এখনই জানার উপায় নেই, কি হতে যাচ্ছে, তবে এটা বোঝা যাচ্ছে, নতুন কিছু হচ্ছে।

কিছুদিন ধরেই অনির্বাণের ফেসবুক পাতায় কখনও স্থিরচিত্র, কখনও স্কেচে ধুতি-পাঞ্জাবি, কাঁধে ঝোলা, চোখে চশমা। আবার সব্যসাচীর পরনে পাঞ্জাবি, শাল। 

আবার কখনও অনির্বাণের হাতে প্ল্যাকার্ড, ‘শীঘ্রই আসিতেছে।’ এসব দেখে বোঝাই যাচ্ছে পর্দা ভাগ করে নতুন কিছু নিয়ে আসছেন দুজন।

তবে কেউই কিছু বলছেন না, মুখে কুলুপ এঁটেছেন তারা। এমনকি পণও নাকি করেছেন এখনই কিছু মুখ না খোলার।

জানা যাচ্ছে, পর্দায় খুব শিগগিরই দেখা দেবেন দুই তারকা। সিনেমা বা সিরিজে যে ভূমিকায় তারা জনপ্রিয়, সেই রূপেই আসছেন। 

শোনা যাচ্ছে, এবার দুই গোয়েন্দা এক সঙ্গে রহস্যের সমাধান করবেন।

এ নিয়ে অনুরাগীদের মনে প্রশ্ন, কী রহস্যের উন্মোচন করবেন তারা? অভিনেতারা কিছু না বললেও জানা যাচ্ছে, বড় কোনো সমস্যার মোকাবেলা করে আসল সত্য খুঁজে বের করার চেষ্টা করবেন দু’জনে। যার পুরোটাই নাকি নিয়ন্ত্রিত হচ্ছে মুম্বাই থেকে।

তবে এটা ধারণা করা যাচ্ছে, দুই শীর্ষ অভিনেতার এক সঙ্গে কাজ ভক্তদের আলোড়িত করবে।

সূত্র: আনন্দবাজার

আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি