ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

চার বছর পর ‘গার্লফ্রেন্ড’ নিয়ে হাজির শুভ্রদেব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

নব্বইয়ের দশকে গানে গানে পৌঁছে গেছিলেন সর্ব বয়সের মানুষের মনে। কাজের মধ্য দিয়েই গানের জগতে শুভ্রদেব হয়ে ওঠেন জনপ্রিয় শিল্পী। আর এবার দীর্ঘ চার বছর পর  ‘গার্লফ্রেন্ড’ নিয়ে সেই চিরচেনা জগতে ফিরছেন তিনি।

আসলে ‘গার্লফ্রেন্ড’ হলো একটি গানের শিরোনামে। অবশ্য এই গানটির কথা-সুর ও সংগীত সবই করেছেন শুভ্রদেব। সম্প্রতি রাজধানীর একটি রিসোর্টে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

এই গানের শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ফেসবুকে শুভ্রদেব লেখেন, “আমার জীবনে সবচেয়ে কঠিন শুটিং। আমি জানি আমার 'গার্লফ্রেন্ড' নিয়ে অনেক কথা হবে, কিন্তু আমি পেশাদার গায়ক তাই এতো পরিশ্রম করেছি!” 

তিনি আরও জানান, “প্রায় বছর খানেক সময় নিয়ে গানটি তৈরি করেছেন। এর অর্ধেক কাজ হয়েছে আমেরিকায় এবং বাকিটুকু বাংলাদেশে।

নিডো খানের নির্দেশনায় এতে তার বিপরীতে সহশিল্পী হিসেবে দেখা যাবে ইশরাত তিথিকে।

'গার্লফ্রেন্ড' গানচিত্রের কাজ এমটিভি’র মতো বিশাল পরিসরে হয়েছে বলে জানিয়েছেন এই গায়ক।

জানা যায়, অনুপম মিউজিকের ব্যানারে নির্মিত গানচিত্রটি ঈদের আগেই প্রকাশ পাবে।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি