ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

মুক্তি পেয়েছে সুস্মিতা আনিসের ‘এক বিকেলে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১০ মে ২০২২

Ekushey Television Ltd.

ঈদুল ফিতর উপলক্ষে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে মুক্তি পেয়েছে সংগীত শিল্পী সুস্মিতা আনিসের ‘এক বিকেলে’ মিউজিক ভিডিও। ২৮ এপ্রিল সন্ধ্যায় শিল্পীর ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সকল ডিজিটাল প্লাটফর্মে একসঙ্গে গানটি রিলিজ করা হয়।

মিউজিক ভিডিওটি রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীতে ধারণ করা হয়েছে। 

এটি একটি রাজকীয় পরিবারের অতীত ঐতিহ্যের রূপক পরিবেশনা। রাজকুমারী ও রাজকুমারের প্রেম, যুদ্ধ এবং সাহসের গল্প যেখানে চিত্রিত হয়েছে। প্রিয়জন থেকে ছিটকে যাওয়ার চিরন্তন বেদনাদায়ক অনুভূতিও রয়েছে।

গানটির কথা লিখেছেন কলকাতার জনপ্রিয় গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং সুর ও সংগীত করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুপরিচিত সুরকার ইন্দ্রদীপ দাসগুপ্ত। 

ভিডিওটির মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জাতীয় চলচিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং অভিনেতা শরিফুল ইসলাম রাজ। 

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাহিয়ান আহমেদ (ফ্লাইবট স্টুডিও)।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি