ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

মুক্তির প্রথম দিন কত আয় করল ‘বেলাশুরু’?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ২৩ মে ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষা শেষ হয়েছে শুক্রবার। আর শুরুতেই বাজিমাত করল ‘বেলাশুরু’। আর করবেনাই বা কেনো! এ যে বাঙালি দর্শকের কাছে তাদের প্রিয় জুটি সৌমিত্র-স্বাতীলেখাকে ফিরে পাওয়া। আর সেই জুটির অভিনয় জাদুতে বুঁদ অনুরাগীরা। সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গেই হলে উপচে পড়েছে দর্শক। সাত বছর পর সৌমিত্র-স্বাতীলেখা ফের দেখিয়ে দিলেন সত্যি তারা বক্স অফিসের 'রাজা-রানি'।

টালিউডের বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, অতিমারির পরে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার মধ্যে ‘কিশমিশ’, ‘টনিক’ কে প্রথমদিন টপকে গেছে ‘বেলাশুরু’। 

বাণিজ্য বিশ্লেষক পঙ্কজ লাডিয়া টুইটে জানিয়েছেন, প্রথম দিনেই ‘বেলাশুরু’র বাণিজ্য ৮০ শতাংশ। 
আর এ জানবার পর থেকে অনেকের মনেই একটা প্রশ্ন, তবে মোট কালেকশন কত হল এই সিনেমার? 

আর এবার টাকার অঙ্কটাও জানা গেল। তবে এইবার কোনওরকম সন্দেহ নেই পরিসংখ্যান ঘিরে। 'বেলাশুরু' প্রথমদিন কত টাকা আয় করেছে তা প্রযোজনা সংস্থা উইন্ডোজ কোনও লুকোছাপা না রেখেই জানিয়েছে। 

শনিবার রাতে প্রযোজক রাণা সরকার ফেসবুক পোস্টে জানান, ‘বেলাশুরু’র প্রযোজকদের কাছে তিনি ব্যবসার অঙ্ক জানতে চেয়েছিলেন। তারা কোনওরকম দ্বিধা না করেই জানিয়েছেন, প্রথম দিন বাংলার বক্স অফিসে এই সিনেমা আয় করেছে ৩৫ লক্ষ টাকা।

তিনি লেখেন, ‘অনেক বছর ধরে বাংলা সিনেমার অনেক ব্লকবাস্টারের কথা শুনছি। প্রযোজকদের কারও কাছে ব্যবসার অঙ্ক জানতে চাইলে অবশ্য আলোচনার বিষয় পালটে দিতেন তারা। ‘বেলাশুরু’ ব্যতিক্রম। প্রযোজকের কাছে অনুরোধ করেই ব্যবসার অঙ্ক জানতে পারলাম। ধন্যবাদ তাদের।’

সৌমিত্র-স্বাতীলেখা ছাড়াও এই ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত-সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য-খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত-শঙ্কর চক্রবর্তী, মনামী ঘোষ-অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ অনেকে। 

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি