ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

সেন্সর বোর্ডে বঙ্গবন্ধুর পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২৮ মে ২০২২

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ‘মধুমতী পাড়ের মানুষটি: শেখ মুজিবুর রহমান’ নামে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটির কাজ শেষে জমা দেওয়া হয়েছে সেন্সর বোর্ডে।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মকাণ্ড নিয়ে ব্যাপক গবেষণার পর টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ফরিদপুর, ধানমন্ডীর বত্রিশ নম্বর বাড়ী, পুরনো ঢাকার জেলখানা ও কলকাতার বিভিন্ন অঞ্চলে শুটিং করে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন এটির নির্মাতা তানভীর মোকাম্মেল।

পরিচালনার পাশাপাশি প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করেছেন রাকিবুল হাসান, সম্পাদনায় ছিলেন ওয়াসিউদ্দিন আহমেদ, আবহ সংগীতে সৈয়দ সাবাব আলী আরজু, কণ্ঠ দিয়েছেন চিত্রলেখা গুহ। 

এছাড়াও প্রামাণ্যচিত্রটির সহকারী পরিচালক হিসেবে ছিলেন উত্তম গুহ, সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ।

আরএমএ/এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি