তসলিমাকে কী উপহার দিলেন শ্রীলেখা?
প্রকাশিত : ১২:১৪, ৩০ মে ২০২২

দিল্লিতে ‘লে রিদম’ মনামের সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শ্রীলেখা। অনুষ্ঠানে ছিলেন তসলিমা নাসরিনও। সেখানেই দেখা হয় দু’জনের। খুব বেশি কথা হয়নি। তবে তসলিমা তার পছন্দের মানুষদের একজন বলেই জানান শ্রীলেখা। অল্প বয়সেই ‘লজ্জা’, ‘আমার মেয়েবেলা’ পড়েছিলেন অভিনেত্রী। তসলিমার লেখা তাকে মুগ্ধ করেছিল। আর প্রিয় লেখিকাকে একটি শাড়িও উপহার হিসেবে দিয়েছেন শ্রীলেখা।
‘লে রিদম’ নামের এই সংস্থা দুস্থ, অসহায় নারীদের জন্য নানা কাজ করে থাকে। সংস্থার পক্ষ থেকেই এমন নারীদের স্বনির্ভর হওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে। এই উদ্যোগে শামিল হয়েছেন শ্রীলেখা মিত্র। নারীদের পড়াশোনা, নাচ-গানের পাশাপাশি অভিনয়েরও পাঠ দেবেন তিনি। যাতে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন।
আপাতত ক’টা দিন দিল্লির এক পাঁচতারা হোটেলেই থাকছেন শ্রীলেখা মিত্র। নানা কাজের ফাঁকে ঘুরে দেখবেন দেশের রাজধানী। পয়লা জুন শহরে ফেরার কথা শ্রীলেখার। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘এবং ছাদ’-এর ট্রেলার। নিজের ইউটিউব চ্যানেলে ট্রেলার আপলোড করেছেন শ্রীলেখা। এই ছবির মধ্যে দিয়ে স্মৃতি মাখা এক ছাদ ও এক মনের কথোপকথনের গল্প বলতে চলেছেন অভিনেত্রী। পরিচালনার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্যের এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি।
সূত্র: সংবাদ প্রতিদিন
এসবি/