ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন ফারুকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ৩১ মে ২০২২ | আপডেট: ১৯:৪৫, ৩১ মে ২০২২

মোস্তফা সরয়ার ফারুকী।

মোস্তফা সরয়ার ফারুকী।

Ekushey Television Ltd.

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সিডনি চলচ্চিত্র উৎসবের (এসএফএফ) বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন। ফারুকীসহ আরও চারজন বিচারক ১২টি শাখার ছবির মূল্যায়ন করবেন। উৎসবটি শুরু হবে আগামী ৮ জুন, চলবে ১৯ জুন পর্যন্ত।

মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে অন্য জুরিরা হলেন অভিনেতা-পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া-সভাপতি); বাফটা-মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ারবিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।

চলচ্চিত্র বিষয়ক পত্রিকা স্ক্রিন হাবকে উৎসবের পরিচালক নাশেন মুডলি জানান, ২০২২ সালের এ আয়োজনে জুরিদের পাঁচ জন পেশাদার চলচ্চিত্র নির্মাতা ও কুশলী। অন্যদিকে অসাধারণ সব ছবি আয়োজনের জন্য জমা পড়েছে। সব মিলিয়ে এবারের আয়োজনটি জমকালো হতে চলেছে।

জানা যায়, ১৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় হয়ে আসছে সিডনি চলচ্চিত্র উৎসব। এই ফিল্ম ফেস্টিভ্যালে সাহসী ও আধুনিক চলচ্চিত্রকে স্বীকৃতি দেয়া হয়। ১৯ জুন স্টেট থিয়েটারে পর্দা নামবে উৎসবের।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি