ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

প্রাণ সংশয় হয়েছিলো অরিজিৎ সিংহের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১ জুন ২০২২ | আপডেট: ১৫:৩৯, ১ জুন ২০২২

Ekushey Television Ltd.

এ সময়ের ব্যাপক জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংহ। অসংখ্য সেরা গানের মধ্যদিয়ে তার নাম উঠে এসেছে একনম্বর গায়কের তালিকায়। তবে সম্প্রতি এই জনপ্রিয় গায়কের প্রাণ সংশয় তৈরি হয়েছিলো। গ্যাংস্টারদের নাকি নজর পড়েছিলো অরিজিৎ সিংহের উপরে।

সম্প্রতি পঞ্জাবি শিল্পী সিধু মুসেওয়ালা খুন হওয়ার পর প্রকাশ্যে এল, ৫ কোটি টাকা চাঁদা চেয়ে ফোন এসেছিল অরিজিতের ম্যানেজারের কাছে।

এই মুহূর্তে বলিউডের অন্যতম নামী এই গায়কের ভক্ত এবং অনুরাগীদের মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে। আর এই সাফল্যই কি তার প্রাণ সংশয় তৈরি করেছিল? 

২০১৫ সাল। দুঁদে গ্যাংস্টার রবি পূজারীর থেকে হুমকি ফোন এসেছিল অরিজিৎ সিংহের কাছে। তার ম্যানেজার তরসানেকে বলা হয়েছিল, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৫ কোটি টাকা দিতে হবে। 

একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, অত টাকা সেই মুহূর্তে দিতে অস্বীকার করেন অরিজিৎ। বদলে নিজের প্রাণ বাঁচাতে বিনামূল্যে কয়েকটি অনুষ্ঠান করার চুক্তিতে যেতে বাধ্য হন।

সম্প্রতি পঞ্জাবের তরুণ সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার মৃত্যুর পর অরিজিতের এই ঘটনা প্রকাশ্যে এল। সিনেমা ও গানের দুনিয়ায় কেউ যে অপরাধচক্রের হাত থেকে সুরক্ষিত নন, সে কথা আরও একবার স্পষ্ট হল।

প্রসঙ্গত, গ্যাংস্টারদের থেকে ৪ বছর ধরে হুমকি পেয়েছিলেন ২৮ বছরের সিধু। সে কথা সংবাদমাধ্যমকে জানান আর এক পঞ্জাবি সঙ্গীতশিল্পী মিকা সিংহ। সিধুর ঘনিষ্ঠ ছিলেন তিনি। সিধুর হত্যার পিছনেও গ্যাংস্টারদেরই হাত রয়েছে বলে জানান শুরুতেই। পরে কানাডার এক গ্যাংস্টার নিজেই নেটমাধ্যমে খুনের দায় স্বীকার করেন।

সুত্রঃ অনন্দবাজার অনলাইন
আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি