ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

অনুমতি ছাড়াই মেয়ের ছবি প্রকাশ্যে, ক্ষেপলেন আনুষ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

সদ্যই মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন আনুষ্কা এবং বিরাট কোহলি। বিমানবন্দরে তারকা জুটির সঙ্গে লেন্সবন্দি করা হয় তাদের একরত্তিকে। এর পরেই অনুমতি না নিয়ে পোস্ট করে দেওয়া হয় বিরাট-তনয়ার ছবি।

অনুমতি ছাড়াই ফের মেয়ে ভামিকার ছবি প্রকাশ্যে। বেজায় চটলেন অভিনেত্রী আনুষ্কা শর্মা। যে সর্বভারতীয় মাধ্যম কাজটি করেছে, তাদের কার্যত তুলোধনা করলেন বিরাটপত্নী। ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, 'অন্যান্য মিডিয়া হাউজ এবং পাপারাৎজির থেকে কিছু শিখুন।'

অতীতেও এমনই সমস্যার মুখে পড়েছেন দুই তারকা। বিরাটের খেলা দেখতে গিয়েই ঘটে বিপত্তি। জানুয়ারি মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন গ্যালারিতে আনুষ্কা শর্মার কোলে দেখা গিয়েছিল মেয়ে ভামিকাকে। অর্ধশত রান হওয়ার পরেই গ্যালারির দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিরাট। আর ঠিক তখনি ক্যামেরা ধরে ফেলে বহু দিন ধরে সযত্নে আড়ালে রাখা ভামিকাকে। ঝড়ের বেগে ছড়িয়ে পরে বিরুষ্কার সন্তানের ছবি।

এর পরেই এক বিবৃতি প্রকাশ করে দু'জনে অনুরোধ করেন, তাদের মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে। জানিয়েছিলেন, তারা পুরো ঘটনাটি সম্পর্কে অবহিত ছিলেন না। বিরুষ্কা লেখেন, 'ক্যামেরা যে আমাদের দিকে তাক করা ছিল, সেটা বুঝতে পারিনি। দয়া করে ভামিকার ছবি ব্যবহার করবেন না, প্রকাশ করবেন না। এর কারণ আমরা আগেই জানিয়েছি।'

ভামিকার জন্মের আগে এক সাক্ষাৎকারে আনুষ্কা জানিয়েছিলেন, আর পাঁচটি বাচ্চার মতো করেই মেয়েকে মানুষ করতে চান তিনি। তাই আলোকবৃত্ত থেকে আগাগোড়াই দূরে রেখেছিলেন তাকে। এত সাবধানতার পরেও শেষমেশ ব্যর্থ তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি