ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

ফের মা হলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ৩০ জুন ২০২২

Ekushey Television Ltd.

ফের মা হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৯ জুন) বিকাল সোয়া ৩টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে ভর্তি হন ন্যান্সি। বুধবার বিকালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। মা ও মেয়ে সুস্থ আছে। তবে বাচ্চার ওজন খানিকটা কম বলে জানা গেছে। 

গত বছর আগস্টের শেষ সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গীতিকবি মহসীন মেহেদী ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এ সংসারে তাদের এটাই প্রথম সন্তান।

২০০৬ সালে ন্যানসি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ সংসার ভাঙনের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন তিনি। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যান্সি-জায়েদ। এই দুই সংসারে ন্যানসির দুই কন্যা সন্তান রয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি