ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

এবার যে ৯টি গান শোনাবেন মাহফুজুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

প্রতি বছরের মতো এবার ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। সংগীতের প্রতি তার অসম্ভব ভালোবাসা থেকেই দর্শকদের মাঝে আসেন তিনি।

২০১৬ সাল থেকে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে আসেন মাহফুজুর রহমান। এর ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে ঈদের দিন (১০ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। অন্য সময় ১০টি গান শোনালেও এবার মোট ৯টি গান শোনাবেন মাহফুজুর রহমান।

অ্যালবামের গানগুলোতে সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান শোনাবেন ‘তোমার ঐ চোখ’, ‘একটু চোখের আড়াল’, ‘স্বপ্নের মতো মনে হয়’, ‘চোখের উপর’, ‘রঙের দুনিয়া’, ‘সেই মেয়েটি’, ‘তুমি আমার প্রিয়া’, ‘রিমিক্স দাইমা’ ও ‘তোমার জন্য আমি’ শিরোনামের গান। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি