ঢাকা, সোমবার   ১১ আগস্ট ২০২৫

ছেলের জন্মদিন উদযাপন করলেন রচনা! বিশেষ দিনে মেনু কী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

কাজের বাইরে ছেলেকে ঘিরেই আবর্তিত রচনার জীবন। তাকে নিয়ে বেরিয়ে পড়েন ইতিউতি। মা-ছেলের এই বন্ধুত্ব নজর কেড়েছে অনুরাগীদের। ছেলে প্রণীল বসুর জন্মদিন পালন করলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ঝাঁ চকচকে পার্টি নয়, ঘরোয়া ভাবে উদযাপন করলেন সন্তানের বিশেষ দিন। ব্যস্ত রুটিন থেকে সময় বের করে আনন্দে মেতে উঠলেন তার সঙ্গে।

জীবনের নতুন বছরে পা রাখল প্রণীল। ছেলেকে শুভেচ্ছা জানিয়ে রচনা লিখলেন, 'যে দিন তুমি জন্মেছিলেন, সেটি ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন। তুমিই আমার চাঁদ, তারা, সূর্য। একজন মায়ের কাছে তুমি আশীর্বাদস্বরূপ। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।'

ছেলের জন্মদিন উদযাপনের একাধিক ছবিও দিয়েছেন রচনা। দেখা যাচ্ছে, বিশেষ দিনে তার জন্য আনা হয়েছিল দু'রকমের কেক। পটল, বেগুন, করলা, ফুলকপি, আলু- শুভ দিনে এই পাঁচ রকম ভাজা পড়েছিল প্রণীলের পাতে। এ ছাড়াও ছিল মাছ-সহ নানা ধরনের পদ। বাদ পড়েনি পায়েসও। কাছের মানুষদের নিয়েই ছেলের বিশেষ দিনে হইহই করলেন 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালিকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি