ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

ঈদের দিন স্বামীর সঙ্গে পরীকে যেখানে দেখা যাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ঈদুল আজহা উপলক্ষে টিভি চ্যনেলগুলোতে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন রয়েছে। নাটক, চলচ্চিত্র ছাড়াও রয়েছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান। যে আয়োজনে দেশের শোবিজের বড় বড় তারকারা অংশ নিয়েছেন। টিভিতে ঈদের দিনের সেই ম্যাগাজিন অনুষ্ঠান নিয়েই এই আয়োজন। 

বিটিভি 

দুপুর ১টায় প্রচার হবে 'ঈদের খুশি ঈদের হাসি, সবাই মিলে পাশাপাশি'। রাত ১০টা ২০ মিনিটে থাকছে 'আনন্দ মেলা'। অভিনেতা আফরান নিশোর উপস্থাপনায় নৃত্য ও গানে অংশ নিয়েছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, সাইমন, মাকসুদ, বেলাল খান, লিজা, নিশিতা বড়ুয়া, সাব্বির ও রাজীব। আড্ডায় অংশ নিয়েছেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, পরীমনি ও শরীফুল রাজ।

এটিএন বাংলা 

দুপুর ১টা ২৫ মিনিটে ম্যাগাজিন 'ঈদের খুশি'। দুপুর ২টা ২০ মিনিটে থাকছে ' গান ইন ফান'। উপস্থাপনায় আবু হেনা রনি।

বৈশাখী টেলিভিশন 

বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন 'অন্যরকম ঈদ'

চ্যানেল নাইন 

ঈদের দিন বিকেল ৫টায় প্রচার হবে 'ঈদ স্টার'। অতিথি সিয়াম আহমেদ। উপস্থাপনায় শান্তা জাহান।

দীপ্ত টিভি 

সন্ধ্যা ৭টায় প্রচার হবে 'চেনা মুখ অজানা গল্প'। উপস্থাপনায় পূর্ণিমা ও সাজু খাদেম।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি