আবেগের নাম শাহরুখ, জন্মদিনের প্রথম প্রহরে কী করলেন তিনি?
প্রকাশিত : ১০:৩২, ২ নভেম্বর ২০২২ | আপডেট: ১০:৩৪, ২ নভেম্বর ২০২২

হাজার হাজার মোবাইলের ফ্ল্যাশ লাইট। আতস বাজির রোশনাই। ফ্যানেদের চিল চিৎকার। জন্মদিনের শুরুটা এভাবেই হল তার। বলিউড বাদশা বলে কথা! মন্নতের ছাদে একেবারে চেনা ছন্দে অনুরাগীদের দেখা দিলেন শাহরুখ খান।
২ নভেম্বরের এই দিনটা যেন শাহরুখ খানের অনুরাগীদের কাছে উৎসব। এবার আবার ‘পাঠান’ হিসেবে বড়পর্দায় কামব্যাক করবেন শাহরুখ। তা নিয়ে চূড়ান্ত উন্মাদনা রয়েছে। দু’দিন আগে থেকেই মন্নতের সামনে ভিড় জমতে শুরু করেছিল। একবার অন্তত বলিউডের রোম্যান্স কিং দেখা দেবেন বাড়ির ছাদে। এই আশা ছিল অনুরাগীদের।
নিজের ‘জাবড়া ফ্যান’দের কখনও নিরাশ করেন না কিং খান। মাঝরাতেই মন্নতের ছাদে এসে হাজির হন তিনি। সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাম। বাবার অনুরাগীদের ভালবাসার সাক্ষী থাকল সে। প্রিয় নায়ককে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। প্রত্যেকেই মোবাইল ক্যামেরায় এই মুহূর্ত ধরে রাখতে চাইছিলেন। ক্যামেরার ফ্ল্যাশে চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। তার মধ্যেই আকাশে ছড়িয়ে পড়ে আতসবাজির রোশনাই।
অনুরাগীদের এই ভালবাসা হাসিমুখে গ্রহণ করেন শাহরুখ। প্রতিবারের মতোই ছাদের রেলিংয়ে উঠে পড়েন। কখনও নিজের ভক্তদের দিকে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন, কখনও হাতজোড় করে তাদের এই উচ্ছ্বাসের প্রতি সম্মান জানান। তবে কিনা শাহরুখ খান বলে কথা, একবার তো বাহু প্রসারিত করা সেই চেনা পোজ দেখার ইচ্ছে তো জাগে! নিরাশ করেননি বলিউড বাদশা। প্রথমে অনুরাগীদের ইশারায় জানান, তাদের সকলের জন্য কিছু করতে চলেছেন। তারপরই একেবারে চেনা মেজাজে বাহু প্রসারিত দেন সকলের জন্য। এভাবেই বাদশাহী মেজাজে জন্মদিন শুরু করলেন বলিউডের রোম্যান্স কিং।
সূত্র: সংবাদ প্রতিদিন
এসবি/