ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

একেই বলে কনফিডেন্স! হিমেশের নতুন ছবির টিজারে রসিকতা দর্শকদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ৪ নভেম্বর ২০২২ | আপডেট: ১১:০২, ৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্যাডঅ্যাস রবি কুমার নামক একটি ছবি মুক্তি পেতে চলেছে, অভিনয় হিমেশ রেশামিয়া। তাঁর সেই ছবির টিজার দেখেই ট্রোলিংয়ের ঝড় সোশ্যাল মিডিয়ায়।

গায়ক হিমেশ রেশামিয়া আরও একবার তার অভিনয়ের 'দক্ষতা' দেখাতে চলেছেন। মুক্তি পেতে চলেছে তার ছবি, ব্যাডঅ্যাস রবি কুমার।

বৃহস্পতিবার তিনি এই ছবির টিজার এবং পোস্টার প্রকাশ্যে আনলেন। আর সেখানে দেখা গেল তিনি একটি গাড়ির বনেটে দাঁড়িয়ে রয়েছেন। তার হাতে রয়েছে একটি বন্দুক। এই ছবির টিজারটা একটি ট্রেলারের সমান বড় এবং সেখানে হিমেশ রেশামিয়াকে বেশ কিছু বোকা বোকা ডায়লগ বলতে শোনা যায়। তিনি এই ডায়লগগুলো শত্রুদের ভয় দেখানোর উদ্দেশ্যে বলছিলেন! স্বাভাবিকভাবেই এ হেন টিজার দেখে মজা পেয়েছেন দর্শকরা। শুরু হয়ে গিয়েছে ট্রোলিং।

হিমেশ রেশামিয়া এই ছবির টিজার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি এই ভিডিও পোস্ট করার সঙ্গে লিখেছেন যে ছবিতে মূল নারী চরিত্রে কে থাকবেন বা এই ছবির পরিচালক কে সেটা শীঘ্রই জানা যাবে। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন এই টিজার থেকে অনুপ্রাণিত হয়ে নিজেরাও রিলস বানায়।

একজন টিজারের পোস্টের কমেন্টে লিখেছেন শুরুটা ভালো লাগলেও পরেরটা অতীব জঘন্য। আরেক দর্শক লিখেছেন যে টিজাররের শেষ ৫ সেকেন্ড দেখে মনে হল তিনি তার থুতু দিয়েই শত্রুদের মেরে ফেলবেন। বিমল পান মশলার থুতু দিয়ে হত্যা করবেন শত্রুদের। অন্য এক দর্শক প্রশ্ন তোলেন এখন এই পরিস্থিতিতে কোন প্রযোজক এমন ছবিতে টাকা ধ্বংস করছেন? কেউ কেউ তো ব্যঙ্গ করে বলছেন হিমেশ রেশামিয়ার যা কনফিডেন্স তেমনটা চাই তাদের জীবনে।

এই ছবিটি একটি মিউজিক্যাল অ্যাকশন মুভি। এই ছবিতে নায়কের বিপরীতে থাকবেন ১০জন ভিলেন। এই ছবির গল্প হিমেশ রেশামিয়ার লেখা এবং তিনিই গান কম্পোজ করেছেন ছবির জন্য। জানা গিয়েছে এই ছবিটি আগামী বছর মুক্তি পাবে।

হিমেশ রেশামিয়ার মতে তার ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবি 'এক্সপোজ'-এর রবি কুমারের চরিত্র নাকি সকলের খুব পছন্দ। সেই চরিত্রের ডায়লগ দর্শকদের এখনও মনে আছে। তাই রবি কুমার আবার ফিরছে আরও দারুন অ্যাকশন নিয়ে। সেই ছবিতে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। জোয়া আফরোজ, সোনালী রাউতকে তার সঙ্গে সেই ছবিতে দেখা গিয়েছিল।

হিমেশ রেশামিয়া যতই কনফিডেন্ট হন না কেন ছবি নিয়ে, টিজার দেখেই দর্শকরা তার নিন্দা করা এবং ট্রোল করা শুরু করে দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি