ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

বিরল রোগে আক্রান্ত সালমান খানও! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সম্প্রতি নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ‘মায়োসাইটিস’ নামের বিরল রোগে আক্রান্ত তিনি। যা পেশীতে দেখা দেয়। এ রোগের কারণে শরীরের কোষগুলো আস্তে আস্তে নিজের কার্যক্রমতা হারাতে থাকে। 

তবে জানলে অবাক হবেন, শুধু সামন্থাই নন, বলিউড ও হলিউডর অনেক তারকা আছেন যারা এমন বিরল রোগে আক্রান্ত হয়েছেন।

‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামের এক বিরল রোগে নিয়েই চলছেন বলিউড ভাইজান সালমান খানও। এ রোগের লক্ষণ হল মুখের একদিকে কানের পাশে বৈদ্যুতিক শকের মতো তীব্র ব্যথা অনুভব হওয়া, পরবর্তীতে সেই ব্যথা মুখ, চোয়াল এবং গালে তীব্র আকারে দেখা দেয়। এজন্য ২০১১ সালে যুক্তরাষ্ট্রে একটি নার্ভ সার্জারিও করিয়েছিলেন ‘টাইগার’ খ্যাত এই অভিনেতা। 

বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ লুপাস-এ আক্রান্ত মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। ২০১৫ সালে নিজের এই রোগের কথা জানিয়েছিলেন তিনি। এ রোগ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি তো করেই এমনকি একবার এই রোগ হলে মৃত্যু পর্যন্ত রোগীকে ওষুধ খেয়ে যেতে হয়।

জনপ্রিয় মার্কিন মডেল ও টেলিভিশন তারকা গিগি হাদিদ ২০১৬ সালে সর্বপ্রথম ভক্তদের জানান, তার অটোইমিউন রোগের কথা। এই রোগ গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়।

বিরল রোগে আক্রান্ত মার্কিন পপ তারকা লেডি গাগাও। ফাইব্রোমায়ালজিয়ায় নামের দীর্ঘমেয়াদি এই রোগে শারীরিক অসুস্থতার জেরে মাংসপেশি ও অস্থিসন্ধিগুলোতে প্রবল যন্ত্রণা হয়।

এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এসব গুণী তারকারা দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন তাদের অভিনয় আর গানের মাধ্যমে।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি