ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

বাবা হতে আপত্তি নেই সালমানের, সন্তানের মা কে হবেন? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২৭ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৩:১৩, ২৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জীবনের ৫৭তম বসন্ত উপভোগ করতে চলেছেন বলিউডের ‘চিরকুমার’ সালমান খান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাঁর জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন বলিউড সতীর্থরা। ‘ভাইজান’-এর জীবনে আসবেন কি নতুন নায়িকা? তা নিয়ে ফের জল্পনায় অনুরাগীরা। সালমান অবশ্য বাবা হতে আগ্রহী। সে কথা আগেও জানিয়েছেন। শুধু স্পষ্ট করে দেন, কোনও মহিলাকে জীবনসঙ্গিনী হিসাবে চান না।

সালমান যে শিশুদের ভালবাসেন তা বিভিন্ন সময়ে বোঝা গিয়েছে। বোন অর্পিতা খানের দুই ছেলেমেয়ে আহিল এবং আয়াত তাঁর চোখের মণি। তাঁর অভিনীত ছবিতেও শিশুশিল্পীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেন অনায়াসে। বাচ্চারাও ‘সল্লু আঙ্কল’কে ভালবেসে ফেলে। চলতি বছর সালমানের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ‘আল্লা দুহাই হ্যায়’ এবং ‘রেস ৩’-এর গানে বাচ্চাদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁকে।

সালমানের মতে শিশুরা পবিত্র। তাঁর জীবনও শিশুদের সাহচর্যে ভরে উঠুক, চান নায়ক। কিন্তু উপায় কী? বিয়ে তো করতেই চান না। এ দিকে বাবা হওয়ার শখ ষোলো আনা! এক সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেন, “আমি সন্তান চাই। কিন্তু সন্তান থাকলে মা-ও তো থাকবে! আমি কোনও মা চাই না। এ দিকে মায়েদের দেখাশোনা করার মানুষ প্রয়োজন হয়। তাই আমি একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছি। সবার জন্যই ভাল হল এতে। আমারও সন্তানের অভাব নেই, মায়েরাও একা নন আর।” 

‘সিঙ্গল ফাদার’ হতে চান কি? তা অবশ্য জানা যায়নি।

বহু সম্পর্কে থেকেছেন সালমান। ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল অবধি প্রেম করেছেন অভিনেত্রী সোমি আলির সঙ্গে। কানাঘুষো শোনা যায়, আরও অনেক অভিনেত্রী তাঁর কাছাকাছি এসেছিলেন। তালিকায় নাম রয়েছে মডেল-তারকা সঙ্গীতা বিজলানি, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফের । এরপর নাম জড়িয়েছিল শেহনাজ় গিলের সঙ্গে। বলিউডে তাঁর অভিষেক হয়েছে সালমানের জন্যই।বর্তমানে মডেল-তারকা লুলিয়া ভন্তুরের সঙ্গে সলমনের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি