ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

এবার শেখ সাদী খানের সুরে জি.এম. ফারুক খানের গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৩:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

প্রতিশ্রুতিশীল গীতিকার জি.এম. ফারুক খানের আরেকটি অনন্য সৃষ্টি ‘মনটা তোমার মন নয় যেন মেঘলা আকাশ কালো’ শিরোনামে প্রেমের গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি।

গানটিতে সুরারোপ এবং সঙ্গীত পরিচালনা করেছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিন বার বাচসাস পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। 

গানটি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গীতিকার জি.এম. ফারুক খান একুশে টেলিভিশনকে বলেন, ‘কখনো কখনো মানুষ অনুযোগ ও খুনসুটির মাধ্যমে পারস্পরিক ভালোবাসা প্রকাশ করেন। এ গানের কথায় সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। সুরের জাদুকর শেখ সাদী খানের অনন্য সুর সংযোজনা, শিল্পীর গায়কী এবং গানের কথা - এ তিনের মেলবন্ধনে একটি অসাধারণ গান তৈরী হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস শ্রোতাদের গানটি পছন্দ হবে। এবারের ভালোবাসা দিবসে শ্রোতাদের জন্য এটি আমার ভালোবাসার উপহার।’

গানটির সুরকার শেখ সাদী খান গণমাধ্যমে বলেন, ‘জি.এম. ফারুক খানের সাথে এটি আমার প্রথম কাজ। তার গানের কথাগুলো খুবই সাবলীল ও মিষ্টি প্রেমের। গানটিতে আমি ভিন্ন মাত্রার সুর সংযোজনের চেষ্টা করেছি। আশা করছি গানটি শ্রোতা নন্দিত হবে।’

শিল্পী অনুপমা মুক্তি বলেন, ‘জি.এম. ফারুক খানের এই গানটি একটি দুর্দান্ত প্রেমের গান। গানটিতে সুরের মাদকতা থাকায় খুব উপভোগ করে গেয়েছি।’

এর আগে জি.এম. ফারুক খানের ‘যদি মেঘের মতো নাইবা ভাসলে মনের সুনীল আকাশে’ এবং ‘সুখের দোলা আমায় দিয়ে’ শিরোনামে দুইটি গান শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

উল্লেখ্য, গান লেখার পাশাপাশি জি. এম. ফারুক খান একাধারে আবৃত্তি শিল্পী, উপস্থাপক এবং সাহিত্যের অন্যান্য বিষয়ে লেখালেখি করেন। বর্তমানে একটি  বেসরকারী রপ্তানিমুখী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি