ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সালমান খানের কাছে কৃতজ্ঞ জারিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সালমান খান সব সময়ই তাঁর খুব কাছের একজন মানুষ। কারণ সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বলিউডে ডেবিউ করা ছিলো তার স্বপ্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে এমনই মন্তব্য করেছেন জারিন খান।

‘ভীর’ দিয়ে বলিউডে ডেবিউ করেন জারিন। আর ওই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেন সালমান। এরপর ‘হেট স্টোরি’, ১৯২১ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু, বলিউডে তাঁর ক্যারিয়ার গোছানোর পিছনে সালমানের অবদান রয়েছে বলে প্রকাশ্যে মন্তব্য করেন এই অভিনেত্রী।

তিনি বলেন, অভিনেতা হওয়ার জন্য অনেকেই বাড়িঘর ছেড়ে মুম্বইতে হাজির হন। মুম্বাইতে দিনের পর দিন থেকেও বলিউড টাউনে আখের গোছাতে পারেন না অনেকেই। এ বিষয়ে তিনি যথেষ্ঠ সৌভাগ্যবান। তবে,বলিউডে এসে খাতা খোলার কোনও ইচ্ছে তাঁর ছিল না। কিন্তু, তিনি যেভাবে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন, তার জন্য তিনি সব সময় সালমান খানের কাছে কৃতজ্ঞ।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি