ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫

ঈদে শাকিবের হ্যাটট্রিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদ উৎসবে সেজেছে প্রেক্ষাগৃহ। কারণ দেশের দর্শকদের বাড়তি আগ্রহ থাকে বড় পর্দা নিয়ে। এবার ঈদে ঢালিউডে মোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। আর এতে বরাবরের মতোই দাপট দেখাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। তার অভিনিত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। হ্যাটট্রিক করা সিনেমাগুলো হলো- ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‌‘সুপার হিরো’ ও ‘পাঙ্কু জামাই’।
সুপার হিরো
৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আশিকুর রহমান পরিচালিত এই সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। এর বেশিরভাগ কাজ হয়েছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়।
সিনেমাতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।
চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া
উত্তম আকাশ পরিচালিত এ সিনেমাটি শাকিবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী বুবলিকে। এটি ১৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বরদা মিঠু প্রমুখ।
পাঙ্কু জামাই
আব্দুল মান্নান পরিচালিত এ সিনেমাতেও শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। সিনেমাটির কাজ হয়েছে বছর তিনেক আগে। বেশ আগে শুটিং করা এ সিনেমাটি সব কাজ দেশেই হয়েছে। এটি ৪০টি প্রেক্ষাগৃহে এসেছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি