ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

টিজারের পর এবার গানও ব্লক খেয়েছে ‘সুপার হিরো’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘সুপার হিরো’ সিনেমাটি। কোন প্রকার প্রচার প্রচারণা ছাড়াই মুক্তি দিতে হয়েছে এটি। তারপরও ব্যবসায়িক সফলতা দর্শকপ্রিয়তা অর্জন করেছে ‘সুপর হিরো’। তবে এখনও সিনেমাটির উপর ঝড় বয়ে যাচ্ছে। শুরুতে এটির বিরুদ্ধে নিপা এন্টারপ্রাইজের অভিযোগ, সেন্সর জটিলতা এবং ইউটিউব থেকে টিজার উধাও বেশ কয়েকটি ঘটনার সম্মুখিন হয়েছেন নির্মাতা ও প্রযোজক। এবার হঠাৎ ঘটে গেল আরেক কাণ্ড। ১৭ জুন দিবাগত রাত থেকে সিনেমার সুপারহিট গান ‘বুম বুম’ ইউটিউব থেকে উধাও হয়ে গেছে।

মাত্র এক সপ্তাহে গানটির ভিউয়ার্স ছিল ২৫ লাখ। শাকিব নিজেও গানটি নিয়ে দারুণ আশাবাদী ছিলেন। অথচ সেই গানটিকে ব্লক করে দিয়েছে ইউটিউব।

বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, ‘আমাকে নিয়ে জোর ষড়যন্ত্র চলছে। যখন চক্রান্তকারীরা জেনে গেল গানটি শ্রোতাদের মন কেড়েছে, তখনই ইউটিউব কর্তৃপক্ষকে ভিত্তিহীন অভিযোগ করে গানটি ব্লক করে দিয়েছে। এর আগে টিজার সবাই পছন্দ করার পর সেটিও ব্লক করে তারা। এভাবে কত দিন চলবে? আমি এমন নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।’

এদিকে গানটির সংগীত পরিচালক নাভেদ পারভেজ বলেন, ‘আমি প্রযোজকের সঙ্গে কথা বলেছি। তিনি লিগ্যাল অ্যাকশনে যাবেন। শুধু তাই নয়, গানটি প্রকাশ করেছিল লাইভ টেকনোলজি। তারাও খতিয়ে দেখছে কারা ইউটিউবে গানটির বিরুদ্ধে অভিযোগ করেছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দোষীরাও শাস্তি পাবে।’

‘বুম বুম’ গানটি গেয়েছেন প্রতীক হাসান ও শওরিন। ‘সুপার হিরো’ প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি