ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ফেরদৌস ফিরছেন ‘মেঘকন্যা’ নিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়ক ফেরদৌস। দীর্ঘদিন পর সিনেমা হলে ফিরছেন তিনি। নতুন প্রজন্মের নায়িকা নিঝুম রুবিনার সঙ্গে জুটি বেঁধে ‘মেঘকন্যা’ সিনেমা নিয়ে আসছেন এই নায়ক। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসেই।
সিনেমার প্রযোজক এ জেড এম জাহাঙ্গীর কবির জানান, এরইমধ্যে ‘মেঘকন্যা’ সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে এটি আগামী ২৭ জুলাই মুক্তি পাবে।
ভিন্নধর্মী এক গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মিনহাজ অভি। এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাতে ফেরদৌস-নিঝুম ছাড়া আরও অভিনয় করেছেন মুনমুন, রেবেকাসহ অনেকে।
সিনেমাটি নিয়ে প্রযোজক এ জেড এম জাহাঙ্গীর কবির বলেন, ‘মেঘকন্যা’ সিনেমার কাজ শেষ হয়েছে অনেক আগেই। মুক্তির জন্য ভালো দিনক্ষণের অপেক্ষা করছিলাম। অবশেষে আগামী ২৭ জুলাই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। আশা করছি সবকিছু অনুকূলে থাকবে এবং দর্শক সিনেমাটি গ্রহণ করবেন।
জয়া মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। ২০১৫ সালের ৭ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি