ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

দিলীপ কুমার গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের স্বর্ণ যুগের অভিনেতা দিলীপ কুমার। বুকে সংক্রমণ থেকে অসুস্থতা বোধ করায় তাঁকে ভর্তি করা হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ।

এক টুইট বার্তায় থিয়েটার অভিনেতা ফয়জল ফারুক এই খবর জানান। তিনি জানান, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ কুমারকে। তাঁর আরোগ্য কামনায় প্রয়োজন প্রার্থনার। উল্লেখ্য, যদিও দিলীপ কুমারের পরিবারের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও কথা জানানো হয়নি। স্ত্রী সায়রা বানুর তরফেও কোনও বক্তব্য উঠে আসেনি ।

এর আগে , আরও একবার গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতাল ভর্তি হন `মুঘল-এ-আজম` -এর অভিনেতা । সেউ সময় সপ্তাহ খানেকের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বর্ষীয়ান এই অভিনেতাকে হাসাপাতালে দেখতে সেই সময়ে ছুটে যান শাহরুখ খান।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি