আবারও বাড়লো স্বর্ণের দাম
প্রকাশিত : ২১:৫৮, ১ নভেম্বর ২০২৫
এক দফায় কিছুটা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বাড়ানো হয়েছে ১ হাজার ৬৮০ টাকা। এতে এক ভরি স্বর্ণর দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম আগামীকাল রোববার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে সবশেষ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা কমিয়েছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৯৬ টাকা।
তার আগে গত ৩১ অক্টোবর প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ৬১৩ টাকা। এর আগে ৩০ অক্টোবর প্রতি ভরিতে বাড়ানো হয় ৮ হাজার ৯০০ টাকা।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।
সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ৫০ বারই দাম বাড়ানো হয়েছে। দাম কমেছে মাত্র ২৩ বার।
স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










