ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

অবশেষে ‘শাহেনশাহ’র শুটিং শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ২৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে শুরু হয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘শাহেনশাহ’র শুটিং। এর আগে বেশ কয়েকবার শুটিং শুরুর তারিখ জানিয়েও শুটিং করা হয়নি। ফলে শাহেনশাহ নিয়ে গুঞ্জন শুরু হয়। এবার সব গুজব পেছনে ফেলে শুরু হলো শাকিব খানের নতুন মিশন।

গতকাল বুধবার এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে সেট ফেলে শুরু হয়েছে ‘শাহেনশাহ’র শুটিং। নতুন এ সিনেমাটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। এর আগে শাকিব খানকে নিয়ে তিনি ‘বসগিরি’, ‘রানা পাগলা : দ্য মেন্টাল’ সিনেমা নির্মাণ করেছিলেন।

‘শাহেনশাহ’ সিনেমাতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। এছাড়া নতুন নায়িকা হিসেবে অভিষেক হচ্ছেন রোদেলা জান্নাত এর। আরও রয়েছেন- মিশা সওদাগর, তারিক আনাম খান ও উজ্জল। 

পরিচালক শামীম আহমে রনি বলেন, ‘আজ থেকে ‘শাহেনশাহ’ সিনেমার শুটিং শুরু হয়েছে। প্রথম দিনে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।

তিনি বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত প্রথম লটের টানা শুটিং চলবে। শুধু এফডিসি নয়, ঢাকার আশপাশেও চলবে ‘শাহেনশাহ’র শুটিং।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি