ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

আটকে যেতে পারে ‘দহন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

কিছুদিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘দহন’ সিনেমা একটি গান। যা নিয়ে চলছে তুমুল আলোচনা ও বিতর্ক। সঙ্গীতাঙ্গনসহ দেশজুড়ে চলছে ব্যাপক সমালোচনা। গানটিতে অশ্লীল এবং কুরুচিপূর্ণ কিছু কথা সবার দৃষ্টিতে পড়েছে।

এদিকে বাংলাদেশের কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকারদের অনেকেই গানটি নিয়ে বেশ আপত্তি জানিয়েছেন। অনেকেরই দাবি উঠেছে এমন কথার গান আছে যে সিনেমায় তা যেনো আটকে দেওয়া হয়।

বিষয়টি নিয়ে সেন্সর বোর্ড সদস্য চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সেন্সর বোর্ড কখনও কুরুচিপূর্ণ ও অশ্লীল গান বা সিনেমার ছাড়পত্র দেয় না। যদি এরকম কিছু জমা পড়ে তাহলে অবশ্যই তা আটকে দেয়া হবে। আগে বোর্ডের সদস্যরা দেখবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।’

উল্লেখ্য, আলোচিত ওই গানের কথাগুলো হচ্ছে এমন- ‘হাজির বিরিয়ানি, মালে ঢাল পানি, গাঁজা দে রে টানি, চড়বে নেশা জমবে খেল, মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবার তা হবে কাল সকালে’।

গানটির কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সুর, সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। এ গানটি প্রকাশ করেছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি