ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আপাতত আমি সিঙ্গেল : লিজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:৩১, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

এখন ভালো আছেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। গত রোববার তার পিত্তথলিতে (গলব্লাডার) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ বাসায় ফেরার কথা রয়েছে তার।

এদিকে লিজাকে নিয়ে বিভ্রান্তিকর কিছু সংবাদ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে। যা তার এবং তার পরিবারকে আহত করেছে। তাই বিশেষ অনুরোধ করেছেন এই শিল্পী।

এ বিষয়ে লিজা বলেন, ‘দীর্ঘদিন সমস্যাটা ছিলো। দিন দিন পাথর বড় হচ্ছিলো। অবশেষে রোববার সফল অস্ত্রোপচার হয়েছে। এখন আমি ভালো আছি। কিন্তু আমার অসুস্থতা নিয়ে অনেকে না জেনে সংবাদ প্রকাশ করছেন। এতে আমার ভক্ত-শ্রোতারা বিভ্রান্ত হচ্ছেন। আমার অনুরোধ আমার কিংবা পরিবারের সঙ্গে কথা বলে সংবাদ প্রকাশ করার।’

একই সঙ্গে গণমাধ্যমে নিজের বিয়ে নিয়েও মুখ খুলেছেন লিজা। কিছুদিন আগে গুঞ্জন ওঠে যে, এই গায়িকা বিয়ে করেছেন। তবে লিজা বলেন, বিয়ে নয়, বিয়ে ভেঙ্গে গেছে তার। যা অনেক আগেই ঘটেছে।

এ বিষয়ে লিজা বলেন, ‘২০১২ সালের ২ মার্চ আমার বাগদান হয়েছিল। এরপর বিয়েটা আর হয়নি। বাগদান ২০১৫ সালেই ভেঙে গেছে। অনেক কারণেই আমাদের বিয়েটা হয়নি। যার সঙ্গে বাগদান হয়েছিল তিনি হয়তো এতদিনে অন্য কাউকে বিয়ে করে নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আপাতত আমি সিঙ্গেল। বিয়ের কোনো পরিকল্পনা নেই। নানা কারণে বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। এখন গানটা করে যেতে চাই।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি