ঢাকা, শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬

মাথায় ঘোমটা দেওয়া এ কোন নুসরাত জাহান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ১৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৭:১২, ১৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বিশ্বকর্মা পূজায় কপালে সিঁদুর পরে সালোয়ার কামিজে দেখা দিয়েছিলেন নুসরাত জাহান। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। তার পরেই জল্পনা শুরু হয়েছে, ঈশান জে দাশগুপ্তর মা এবং বাবা  কি তবে বিয়ে সেরেই ফেললেন?

এই বিষয় নিয়ে আলোচনা শুরু হলেও প্রত্যেক বারের মতো টলিউডের দুই তারকা এই প্রশ্নের কোনও উত্তর দেননি। তার পরেই প্রকাশ্যে এল ঘোমটা মাথায় নুসরাতের আরেক ছবি।

তবে ছবির নুসরাত আজকের ঈশান-জননী নুসরাত নন। বেশ কয়েক বছর পিছিয়ে গেলে তার দেখা পাওয়া যাবে। নুসরাতের ছোটবেলার ছবির সন্ধান মিলল ইনস্টাগ্রামে। নুসরাত সেই ছবি শেয়ার না করলে তাকে চেনা দুষ্কর। শনিবার রাতে নুসরাতের ফ্যান ক্লাব একটি ছবি পোস্ট করেছে ইনস্টাগ্রাম পেজে। সেই ছবিটি শেয়ার করেছেন নুসরাত।

ছবিতে দেখা যাচ্ছে, কেউ এক জন তার ফোন থেকে সাদা-কালো একটি ছবি খুলে ক্যামেরার সামনে ধরেছেন। ফোনের ভিতর এক বালিকার ছবি। ছোট করে কাটা চুল কপাল পর্যন্ত নেমে এসেছে। কপালে টিপ, মাথায় ঘোমটা। সেই বালিকা আজকের টলিউডের নায়িকা নুসরাত জাহান। তখনও তিনি বিতর্কে জড়াননি। তখন তিনি খ্যাতিরও মুখ দেখেননি। মা হওয়ার পর নিজের বাল্যবেলার ছবি শেয়ার করে নস্টালজিক নুসরাত?

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএম/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি