ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মাদককাণ্ড: জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার শাহরুখপুত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:২৩, ৩ অক্টোবর ২০২১

বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান গ্রেফতার হয়েছেন। আটকের পর তাকে ১৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। শনিবার মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান। সেখান থেকেই তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

জিজ্ঞাসাবাদ চলার পর প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকারও করেন আরিয়ান। অনুশোচনা প্রকাশ করেই বলেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। এ-ও বলেন, এর আগে কখনও এমন কিছু করেননি তিনি।

আরিয়ানের সঙ্গেই আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। শনিার রাতের মাদক পার্টিতে ছিলেন এঁরা প্রত্যেকেই।

এনসিবি সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, কোথায় যোগাযোগ রাখতেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই নামী উকিল সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি খান পরিবারের কোনও সদস্যই।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি