ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

মেকআপহীন শ্রাবন্তী, চমকে উঠলেন নিজেই!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ১৪ নভেম্বর ২০২১

মুখে মেকআপের লেশ মাত্র নেই। চোখে মোটা ফ্রেমের চশমা।  চুল টেনে পিছমোড়া করে বাঁধা। এক্কেবারে ডিগ্ল্যাম লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ছবি তাকে ট্যাগ করে টুইটারে শেয়ার করেন প্রযোজক রানা সরকার। নিজের মেকআপহীন এই ছবিটি দেখে চমকে ওঠেন অভিনেত্রী নিজেই। 

শ্রাবন্তীর ছবি শেয়ার করে রানা সরকার লিখেন, “আমার চশমার ফ্রেমে তার প্রত্যাবর্তন।” 

এদিকে সেই ছবি শেয়ার করে শ্রাবন্তী চমকে যাওয়ার দু’টি ইমোজি ব্যবহার করে লেখেন, “আমাকে ভয়ংকর লাগছে দেখতে।”

অবশ্য মজার ছলেই একথা লিখেছেন শ্রাবন্তী।  

দু’দিন আগে টুইটারের মাধ্যমে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন শ্রাবন্তী। 

লিখেছেন, “যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত।”

এখন বিজেপি থেকে কোন দলে যোগ দিচ্ছেন এই অভিনেত্রী তা নিয়েই জল্পনা কল্পনা চলছে ভক্তদের মাঝে। 

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি