ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

পোস্টারে নয়, দুধ দিন গরিব শিশুদের মুখে: সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২৯ নভেম্বর ২০২১

সদ্য মুক্তি পেয়েছে ভাইজানের নতুন ছবি 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'। ছবি মুক্তি পেতেই ভাইজানের বিশাল ভক্তকূল উচ্ছ্বাসে মেতেছে। সালমান খানের ছবি মুক্তি পাবে, আর তার ভক্তরা চুপ থাকবে তা তো হতে পারে না।

তেমনি এক ভক্ত সিনেমা হলের বাইরে সালমানের পোস্টারে দুধ ঢেলে উদযাপন করেছেন নতুন ছবির মুক্তি। আর সেই ঘটনার ভিডিও ভাইজান নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

ভিডিওটি শেয়ার করার সময়ে ক্যাপশনে ভাইজান তার অনুরাগীদের প্রতি অনুরোধ করেছেন, এভাবে দুধ অপচয় যেন তারা না করেন।  

সালমান লিখেছেন, “কত মানুষের কপালে পানীয় জলটুকুও জোটে না, আর আপনারা এভাবে দুধ নষ্ট করছেন। যদি দুধ কোথাও দিতেই হয় তাহলে আমার সকল অনুরাগীর কাছে এটাই অনুরোধ, আপনারা গরিব বাচ্চাদের খাওয়ান, যারা দুধ খেতে পায় না।”

তাছাড়াও অনুরাগীদের উচ্ছ্বাসের মাত্রা এমনই যে তাদের একাংশ প্রেক্ষাগৃহের মধ্যেই আতশবাজি ফাটিয়ে উৎসব করেছেন। সম্প্রতি সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন ভাইজান।

সেখানে তিনি অনুরাগীদের উদ্দেশে আর্জি জানিয়েছেন, এমন কাজ বন্ধ করতে। এমন কাণ্ডে গুরুতর অঘটন ঘটতে পারে বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি। 

সাথে হল মালিকদেরও অনুরোধ করেছেন, যেন সকল দর্শককে ভাল করে পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হয়।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি