ঢাকা, শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪

অপু বিশ্বাসকে দেখতে জনস্রোত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:২১, ১৫ ডিসেম্বর ২০২১

তাকে একনজর দেখার জন্য ঈশ্বরদীর মানুষের ঢল নেমেছিলো গত অক্টোবরে। এবার বন্দরনগরী চট্টগ্রামেও একই অবস্থার মুখোমুখি ঢালিউড কুইন অপু বিশ্বাস। বারো আউলিয়ার শহরে তাকে এক নজর দেখার জন্য জনতার ঢল দেখা গেল।

মঙ্গলবার ঢাকা থেকে চট্টগ্রামে যান অপু বিশ্বাস। তখন অবশ্য জানা যায়নি ঠিক কী কারণে তিনি বারো আউলিয়ার শহরে যাচ্ছেন। তবে বুধবার বিষয়টি পরিষ্কার করে দিলেন নায়িকা নিজেই।

এদিন ফেসবুকে কয়েকটি ছবিও শেয়ার করেন অপু। 

তিনি জানান, ‘অ্যান্টিক’ নামের একটি শোরুম উদ্বোধনের জন্যই চট্টগ্রাম গেছেন তিনি। আর তাকে দেখার জন্য শোরুমটির সামনের রাস্তা পুরো ব্লক হয়ে গিয়েছিল জনস্রোতে। এছাড়া আশেপাশের বিভিন্ন ভবনেও মানুষ ভিড় করে অপু বিশ্বাসকে দেখার জন্য।

এর আগে গত অক্টোবরে এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন অপু। তখন তিনি ছিলেন পাবনার ঈশ্বরদীতে। সেখানে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমার শুটিং করছিলেন। লাইভে এসে অপু দেখান, তাকে দেখার জন্য হাজারো মানুষের ভিড়।

ক্রমান্বয়ে এতো বেশি মানুষের সমাগম হয়েছিল যে, শুটিং না করেই ফিরতে আসতে হয়েছিল পুরো টিমকে। এরপর ঢাকায় সেট তৈরি করে বাকি শুটিং করা হয়েছিল।

এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন তরুণ নায়ক জয় চৌধুরী। সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটিতে আরও আছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ আরও অনেকে। 

এমএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি