ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

করোনায় স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ৫ জানুয়ারি ২০২২

করোনা সংক্রমণের উর্ধ্বগতির কারণে কলকাতা চলচ্চিত্র উৎসব  স্থগিত করা হয়েছে। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তীসহ কয়েকজন আক্রান্ত। করোনায় আক্রান্ত আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় রাজ চক্রবর্তীর। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।  

বলিউড থেকে টলিউড, একের পর এক তারকা করোনায় আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। কেউ দ্বিতীয়বার আক্রান্ত। কারও আবার টিকার ডবল ডোজের পরও সংক্রমণ হয়েছে। দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী রেশমি সেন। নিয়েছিলেন ভ্যাকসিনের দুটি ডোজ। করোনা আক্রান্ত অভিনেতা রুদ্রনীল ঘোষও। 

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

কোভিড আক্রান্ত হয়েছেন, আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও।  কমিটির অনেকেই করোনা আক্রান্ত। এরপরেই কলকাতা চলচ্চিত্র উৎসব পেছাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়। 

সূত্র: এবিপি আনন্দ

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি