ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা ছাড়লেন সানি লিওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ১৪:০৭, ১৩ মার্চ ২০২২

অনুষ্ঠানে সানি লিওন ও অন্যান্যরা

অনুষ্ঠানে সানি লিওন ও অন্যান্যরা

Ekushey Television Ltd.

ভারতীয় অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন-এ খবর শনিবার টপ অবব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। তার রেশ না কাটতেই রোববার সকাল ৯ টায় একটি বিশেষ বিমানে করে তার স্বামী ড্যানিয়েলকে নিয়ে মুম্বাই উড়াল দিয়েছেন তিনি। 

জানা গেছে, রাজধানীর একটি রেস্তোরাঁয় শনিবার দিবাগত রাতে গান বাংলার কর্ণধার তাপস-মুন্নীর মেয়ে নাজিস আরমান ও সালমান মির্জার বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই এসেছিলেন তিনি। 

শুধু সানি লিওনই নন, তার সাথে এসেছিলেন ভারতীয় একঝাঁক তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, খৈলাশ খের, পাপন, গায়িকা শেফালির পাশাপাশি টালিউড থেকে নুসরাত জাহান ও তার স্বামী যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নেচে গেয়ে বিয়ের অনুষ্ঠান মাতিয়েছেন তারা। অনুষ্ঠানের একটি ছোট ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে কণ্ঠশিল্পী ঐশীর কণ্ঠে গাওয়া দুষ্টু পোলাপাইন' গানের সঙ্গে নাচতে দেখা গেছে সানিকে। সঙ্গে ছিলেন ঢাকার একঝাক শিল্পী।

এদিকে রাতভর নাচ-গান শেষে সানির সঙ্গে সকালেই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলিউড ও টালিউডের এই তারকারা। 

উল্লেখ্য, বলিউড ও টালিডউ থেকে যারা এই আয়োজনে আসেন তারা সবাই তাপস-মুন্নির প্রতিষ্ঠান এম রেকর্ডস থেকে প্রকাশিত গানের মিউজিকের সঙ্গে সম্পৃক্ত। সানি লিওনি, নারগিস ফাখরি,নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী প্রতিষ্ঠানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি