ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

অস্কার বিতর্কে পপুলার ক্যাটাগরি স্থগিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১৩, ৭ সেপ্টেম্বর ২০১৮

অস্কার পুরস্কারে পরিবর্তন নিয়ে শুরু থেকেই বির্তক চলছে। এই বিতর্কের রেশ ধরে পপুলার (জনপ্রিয়) চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার দেয়ার পরিকল্পনা স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে এ নিয়ে অ্যাকাডেমি অব মোশন ফিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রেসিডেন্ট জন বেইলি মনে করছেন- সমালোচকরা বিষয়টিকে ভুল বুঝেছেন। আমরা এখন এটা নিয়ে আরও পরীক্ষা নীরিক্ষা করবো।  

জন বেইলি দাবি করেন, বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্পের পরিবর্তন তুলে ধরতেই এ ক্যাটাগরি চালু করা হয়েছিল।

তবে অ্যাকাডেমি কর্তৃপক্ষ বৃহস্পতিবার আরও জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করবে। গত মাসে `আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন পপুলার ফিল্ম` নামের ওই নতুন ক্যাটাগরিটি চালু করা হয়। কিন্তু কী মানদণ্ডে এ পুরস্কার দেয়া হবে তা না জানানোয় শুরুতেই বিতর্ক শুরু হয় এ সিদ্ধান্তকে ঘিরে।

জন বেইলি বলেন, ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রকে স্বীকৃতি দিতেই এ পদক চালু করা হয়নি। বরং ব্যবসায়িক সাফল্যকে ছাপিয়ে সেসব ছবিকে স্বীকৃতি দেয়ার জন্য, যেগুলো তৈরি করতে বেশ কষ্ট স্বীকার করতে হয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট

এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি