ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

বিস্ফোরণে উড়ে গেল বাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৯, ১১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম বাল্টিমোরে এক বিস্ফোরণে একটি বাড়ি উড়ে গেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। 

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। 

বাল্টিমোর ফারায় বিভাগের দেওয়া তথ্যমতে ওই বিস্ফোরণে একজন মহিলা নিহত হয়েছেন। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এ বিষয়ে বাল্টিমোর ফায়ার বিভাগের মুখপাত্র ব্লাইর অ্যাডামস বলেছেন, ‘এখনো পরিস্কার নয় যে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। আমরা বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। উদ্ধারকাজ সব সময়ই শ্রমসাধ্য। বিস্ফোরণটা ভয়াবহ ছিল। পুরো বাড়ি ভস্মিভূত হয়েছে। কয়েক টন ধ্বংসাবশেষ পরিস্কার করা হচ্ছে। ধারনা করা হচ্ছে গ্যাস লাইন থেকে গ্যাস নির্গত হয়ে ঘটে থাকতে পারে এই বিস্ফোরণ।’
সূত্র : এনবিসি
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি