ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সার্বিয়া ও কসোভো অর্থনৈতিক চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২০

মার্কিন প্রেসিডেন্টের সরকারী অফিস কক্ষে সার্বিয়া ও কসোভের চুক্তি স্বাক্ষর হয়- এপি

মার্কিন প্রেসিডেন্টের সরকারী অফিস কক্ষে সার্বিয়া ও কসোভের চুক্তি স্বাক্ষর হয়- এপি

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ফলশ্রুতিতে সার্বিয়া ও কসোভো অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। খবর ভয়েস অব আমেরিকা’র। 

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ এবং কসোভো’র প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হোতি সহযোগিতা করতে সম্মত হন। এতে দেশ দুইটির অর্থনৈতিক খাতে বিনিয়োগে বিদেশিদের আকৃষ্ট করা যাবে এবং নতুন চাকুরী সৃষ্টি হবে। 

মার্কিন প্রেসিডেন্টের সরকারী অফিস কক্ষ ওভাল অফিসে দুই নেতার পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি এই ঐতিহাসিক প্রতিশ্রুতির ঘোষণা দিতে পেরে গর্বিত।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি