ঢাকা, শনিবার   ০৩ জুন ২০২৩

এর চেয়ে গর্বের আর কিছু নেই : ওবামা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৮ নভেম্বর ২০২০

হোয়াইট হাউসের নতুন কর্তা জো বাইডেন ও ভাই প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 

টুইটবার্তায় ডেমোক্র্যাট দলের সাবেক এই প্রেসিডেন্ট বলেন,  ‘বন্ধু ও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন।’

এ সময় এ সম্পর্কিত একটি বিবৃতির ছবিও পোস্ট করেন ওবামা। যেখানে তিনি লেখেন, ‘আমাদের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে অভিনন্দন জানানোর চেয়ে গর্বের আর কিছু নেই।’KSRM

এদিকে, প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে ও পর্তুগালের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীও অভিনন্দন জানান তাদের। 

শনিবার রাতে এক টুইট বার্তায় রাহুল গান্ধী লেখেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন। আশা করি তিনি যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবেন এবং সঠিক পথে পরিচালিত করবেন’।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি