ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

টিকার নতুন সংস্করণ আনতে তাগিদ দিলেন ডব্লিউএইচও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২০:৪৮, ৩ ডিসেম্বর ২০২১

সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য সকল দেশকে প্রস্তুতি নেওয়ার কথা বলার পর নতুন সর্তকতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, টিকার নতুন সংস্করণ আনার প্রয়োজন হবে ধরে নিয়ে টিকা প্রস্তুতকারকদের আগেভাগেই পরিকল্পনা শুরু করা উচিত।

সংস্থাটির মতে, শেষ ঘণ্টা বাজার অপেক্ষায় না থেকে এটা করলেই ভালো হবে।   

শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমিয়ার এসব কথা বলেন।

ডব্লিউএইচও’র এই মুখপাত্র বলেন, আফ্রিকার দক্ষিণাঞ্চলে প্রথম শনাক্ত হওয়া এই নতুন ধরন কতটা সংক্রামক ও মারাত্মক সে বিষয়ে এখনও গবেষণা চলছে। 

সংস্থাটি জানায়, করোনাভাইরাসের নতুন ধরনটির বিরুদ্ধে টিকার নতুন সংস্করণ আনার প্রয়োজন হবে ধরে নিয়ে ওষুধ কোম্পানিগুলোর এখনই তোড়জোড় শুরু করা উচিত।

তবে ওমিক্রনে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাননি বলে জানান ক্রিশ্চিয়ান লিন্ডমিয়ার।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি