ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

মহামারিকালে শীর্ষ ১০ ধনীর সম্পদ হয়েছে দ্বিগুণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১৭ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

করোনা মহামারিকালে বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ দ্বিগুণ হয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটি বলছে, এমন সময়ে সম্পদ বাড়ছে, যখন বিশ্ব অর্থনীতি সংকটের মুখে। খবর বিবিসির।

সোমবার এ প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের বৈঠকের আগে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে অক্সফাম। 

সংস্থাটি বলছে, এই ধনীদের ৭০ হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ বেড়ে দেড় ট্রিলিয়ন ডলার হয়েছে। প্রতিদিন তাঁদের সম্পদ বেড়েছে ১শ’ ৩০ কোটি মার্কিন ডলার। 

মহামারিকালে ধনীদের যে পরিমাণ সম্পদ বেড়েছে, গত ১৪ বছরে সে পরিমাণ বাড়েনি বলে দাবি অক্সফামের।  

যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়ীকি যে সম্পদশালী মানুষের তালিকা করেছে, সেই অনুসারে এ প্রতিবেদন দেওয়া হয়েছে। ফোর্বসের হিসাবে 

শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন- টেসলা ও স্পেসেক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, ফেসবুকের মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বলমার, ওরাকলের সাবেক প্রধান নির্বাহী ল্যারি এলিসন, মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট ও ফ্রান্সের ফ্যাশন জায়ান্ট এলভিএমএইচের প্রধান বার্নার্ড আর্নল্ট।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি