ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

পদ্ম ভূষণ প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ২৬ জানুয়ারি ২০২২ | আপডেট: ১০:২১, ২৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

পদ্ম ভূষণ প্রত্যাখ্যান করলেন ভারতের বাম নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

এক বিবৃতিতে তিনি জানিয়ে দিয়েছেন, “আমাকে কিছু জানানো হয়নি, এবিষয়ে কেউ কিছু বলেনি। আমি পদ্ম ভূষণ প্রত্যাখ্যান করছি।”

বুদ্ধদেব ভট্টাচার্য সরাসরি জানিয়েছেন যে, পদ্ম ভূষণ দেওয়া বিষয়ে তার সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ করা হয়নি। 

এছাড়াও তিনি জানিয়েছেন, এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তা তিনি ফিরিয়ে দিচ্ছেন। 

উল্লেখ্য, এর আগে যখন আরেক বাম নেতা জ্যোতি বসুকে ভারতরত্ন দেওয়ার কথা হয়েছিল সেই সময়ে দলের পক্ষে তা ফিরিয়ে দেওয়া হয়। 

দলের পক্ষে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছিলান, “জ্যোতিবাবুকেও ভারতরত্ন দেওয়া হয়। সেই সময়ে তিনি ভারতরত্ন প্রত্যাখ্যান করেছিলেন। এটা দলের বোঝাপড়া।”

সিপিআই (এম)-এর দলীয় সিদ্ধান্ত এটাই যে এ ধরনের কোনও উপাধি তারা গ্রহণ করেন না।

বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়।  

প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদ্ম ভূষণ প্রত্যাখ্যান বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, “উনি যে পদ্ম ভূষণ প্রত্যাখ্যান করেছেন সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু এই পদ্ম ভূষণ বুদ্ধবাবুকে দেওয়াটাই একটা গভীর রাজনীতির বিষয়। এই রাজনীতিটা অবশ্যই জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা দরকার। কারণ বাবরি মসজিদ ভাঙার নায়ক কল্যাণ সিংকে যেখানে বিজেপি সরকার পদ্ম সম্মান পাওয়ার তালিকায় রাখছে, সেখানে একই তালিকায় বুদ্ধদেব ভট্টাচার্য এলেন কী করে, কোন উদ্দেশ্যে? এই রাজ্যের বামপন্থী ভোটারদের কাছে বন্ধুত্বের একটা নরম বার্তা দেওয়ার জন্যই এই নামটি আনা হয়েছে?”

এছাড়া তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের এমন কোনও রেকর্ড নেই যে তিনি এই সম্মান পেতে পারেন।”      
সূত্র: জি২৪
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি