ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

রুশ রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রের হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকা থেকে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভের বহিষ্কারের আল্টিমেটামকে মস্কোর বিরুদ্ধে ‘প্রকৃত হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। যদিও এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন, “সাংবাদিকদের এ সংক্রান্ত যেকোনো প্রশ্ন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করা উচিত।”

আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ গত বুধবার বলেছিলেন, “রাশিয়ার সঙ্গে কূটনৈতিক ভিসা নিয়ে মতবিরোধের জের ধরে ওয়াশিংটন তাকে বহিষ্কার করতে যাচ্ছে।”

রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, “সম্প্রতি তাকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে জানিয়ে দেয়া হয় যে, মস্কোর মার্কিন দূতাবাসের নিরাপত্তা কর্মীদের জন্য যদি রাশিয়া সফরের ভিসা দেয়া না হয় তাহলে আগামী এপ্রিলের মধ্যে অ্যান্টোনভকে আমেরিকা ছাড়তে হবে।”

রুশ রাষ্ট্রদূত মার্কিন সরকারের সমালোচনা করে বলেন, “এখন পর্যন্ত আমেরিকার ভিসা নবায়ন না করায় বহু রুশ কূটনীতিক মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হয়েছেন।” 

পরিবারের সদস্যসহ এসব কূটনীতিকের সংখ্যা প্রায় ৩০০ জন বলে জানান আনাতোলি অ্যান্টোনভ।
সূত্র: পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি