ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মালিতে বোমা বিস্ফোরণে শান্তিরক্ষী বাহিনীর ২ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ৫ জুন ২০২২

মালিতে কর্মরত শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে শান্তিরক্ষী বাহিনীর মিশরীয় দলের এই দুই সদস্যের মৃত্যু হয় এবং এ সময় আরও দু’জন আহত হন।

শুক্রবার (৩ জুন) মালির মধ্যাঞ্চলীয় শহর দুয়েনজার কাছে টিম্বুকতুর পথে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ও মালি মিশনের প্রধান আল ঘাসিম ওয়ানে বিষয়টি নিশ্চিত করেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়। সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পেতে রাখা আইইডিতে আঘাত করলে সেটি বিস্ফোরিত হয়। 

তিনি আরও জানান, গত ২২ মে থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর গাড়িবহরের সঙ্গে বিস্ফোরণের ষষ্ঠ ঘটনা এটি। হতাহত সেনারা মালির শান্তিরক্ষা মিশনের মিশরীয় কন্টিনজেন্টের অংশ বলে জানা গেছে।

এর আগে, বুধবার উত্তর মালিতে আরেকটি ঘটনায় জর্ডানের এক শান্তিরক্ষী নিহত ও আরও তিন জন আহত হন।

গণমাধ্যমসূত্রে জান যায়, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসগুলো মিনুসমা এবং মালিয়ান বাহিনীর বিরুদ্ধে জিহাদিদের পছন্দের অস্ত্র। তারা অনেক বেসামরিক মানুষকেও হত্যা করে এ অস্ত্র ব্যবহার করে।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ১৩ হাজার সদস্য কাজ করছেন। জাতিসংঘের অন্যতম বড় এই শান্তিরক্ষা মিশনটি সবচেয়ে বিপজ্জনক মিশনগুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। সূত্র- ভয়েস অফ আমেরিকা

আরএমএ//এনএস


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি