ঢাকা, শনিবার   ৩০ আগস্ট ২০২৫

কপ-২৭ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না, সমালোচনায় সুনাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ২৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নভেম্বরে মিসরে হতে যাওয়া পরবর্তী জলবায়ু সম্মেলন কপ-২৭-এ যোগ দেবেন না সদ্য দায়িত্ব নেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাজ্য নেতৃত্বের ভূমিকা পালন করছে। মিসরে তার না যাওয়ার সিদ্ধান্ত নেতৃত্বের ব্যর্থতা তুলে ধরছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুক্রবার তিনি বলেন, জলবায়ু বিষয়ে আমরা যে নেতৃত্ব দেখিয়েছি সারাবিশ্বে তা অতুলনীয়।

তিনি জানান, কপ-২৭ জলবায়ু সম্মেলনে মিসরে না গিয়ে 'জরুরি অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোতে' মনোযোগ দেওয়া বেশি দরকার। ব্যক্তিগতভাবে আমি এর প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু অর্থনীতি নিয়ে আমাদের যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর আছে, এ মূহূর্তে আমি সেটির দিকে মনোযোগ দেওয়াকেও ঠিক মনে করি।

ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এরই মধ্যে একাধিক রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন যুক্তরাজ্যের এই সাবেক চ্যান্সেলর। তবে তীব্র জ্বালানি সংকট ও উচ্চ মূল্যস্ম্ফীতির জেরে দিশাহীন যুক্তরাজ্যের অর্থনীতিকে স্থিতিশীল করার গুরুদায়িত্বও পালন করতে হবে তাকে। 

এ বিষয়ে বিরোধী ও পরিবেশবাদী দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন সুনাক। পরিবেশবাদী দলগুলো মনে করছে সুনাকের এই সিদ্ধান্ত থেকে এটাই মনে হচ্ছে যে এই সরকার জলবায়ু সংকটের বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে না। 

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি